অনেক রাতে প্রাক্তন অনুভূতির শব্দ জলে আকর কাটে
ছেলেবেলার গলি গুলো ঘুমের মধ্যে আরো একবার উঁকি দেই
হারিয়ে যাওয়া ভরসার হাত টা নাগাল পেতে পেতে মিলিয়ে যাই
বালিশ ভেজা চোখ নিত্য ভাবে আশঙ্কার রাতে হারায়
অন্ত কোণে হারিয়ে যাওয়া তুমি যখন অজান্তে বেরিয়ে যাই
ফেলে আসা ছায়া, আগামীর স্বপ্ন টাকে তাড়া করে বের ই
একলা রাতের পদ্য খাতা সময় সেজে দিনের কাছে উপহাসে ব্যস্ত
বস্তাপচা দায় নিষ্পাপ আঁকরে বসে হার চিবায়
তখন এক আকাশ দেহে হাসির রেখা থমকে গিয়ে বাস্তবের চিতা আঁকে।
দমকা হাওয়া জানান দেই , তুমি একলা বাঁচো